• বাঘের সঙ্গে আমার চোখাচোখি হলো

    বন্য প্রাণীর ছবি তুলি প্রায় এক যুগ। শুরু থেকেই স্বপ্ন দেখতাম জঙ্গলের মুক্ত পরিবেশে বাঘ দেখব, বাঘের ছবি তুলব। সেই স্বপ্ন পূরণ করতেই ভারতের জিম করবেট জাতীয় উদ্যানে যাওয়া।

    গত ৬ ডিসেম্বর ভোর সাড়ে পাঁচটা। মারুতি জিপসি গাড়িতে জিম করবেটের ঢিকালা অঞ্চলের উদ্দেশে যাত্রা করি। অরণ্যে ঢুকতেই জেঁকে ধরে হিম ঠান্ডা। কুয়াশার চাদরে মোড়া ঢিকালার সৌন্দর্য অপরূপ। শুনেছি এখানেই বেঙ্গল টাইগারের বসত।


  • Chandpur Lake Par

  • চাঁদপুর কালিবাড়ি চত্ত্বর নতুন রূপে! 

    চাঁদপুর কালিবাড়ি চত্ত্বর নতুন রূপে!


  • চাঁদপুর পদ্মা নদীর সৌন্দর্য

    চাঁদপুর পদ্মা নদীর সৌন্দর্য


  • বাঘের সঙ্গে আমার চোখাচোখি হলো

    বন্য প্রাণীর ছবি তুলি প্রায় এক যুগ। শুরু থেকেই স্বপ্ন দেখতাম জঙ্গলের মুক্ত পরিবেশে বাঘ দেখব, বাঘের ছবি তুলব। সেই স্বপ্ন পূরণ করতেই ভারতের জিম করবেট জাতীয় উদ্যানে যাওয়া।

    গত ৬ ডিসেম্বর ভোর সাড়ে পাঁচটা। মারুতি জিপসি গাড়িতে জিম করবেটের ঢিকালা অঞ্চলের উদ্দেশে যাত্রা করি। অরণ্যে ঢুকতেই জেঁকে ধরে হিম ঠান্ডা। কুয়াশার চাদরে মোড়া ঢিকালার সৌন্দর্য অপরূপ। শুনেছি এখানেই বেঙ্গল টাইগারের বসত।


  • মুগ্ধতা ছড়ানো সেন্ট মার্টিন

    সেন্ট মার্টিন বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ। টেকনাফ থেকে প্রথমে মিয়ানমারের সীমান্তসংলগ্ন নাফ নদীর মোহনা, পরে বঙ্গোপসাগরের সুনীল জলরাশি পেরিয়ে যেতে হয় এই দ্বীপে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে হাজারো পর্যটককে। এবারের দোলপূর্ণিমার তিথিতে সেন্ট মার্টিনের সাগরের সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে গিয়েছিল। ওই সময় দ্বীপটিতে তোলা কিছু ছবি নিয়ে এই আয়োজন—

বাঘের সঙ্গে আমার চোখাচোখি হলো

আরো ফটো অ্যালবাম

আরও দেখুন