চাঁদপুর কালিবাড়ি চত্ত্বর নতুন রূপে!
চাঁদপুর পদ্মা নদীর সৌন্দর্য
বন্য প্রাণীর ছবি তুলি প্রায় এক যুগ। শুরু থেকেই স্বপ্ন দেখতাম জঙ্গলের মুক্ত পরিবেশে বাঘ দেখব, বাঘের ছবি তুলব। সেই স্বপ্ন পূরণ করতেই ভারতের জিম করবেট জাতীয় উদ্যানে যাওয়া।
গত ৬ ডিসেম্বর ভোর সাড়ে পাঁচটা। মারুতি জিপসি গাড়িতে জিম করবেটের ঢিকালা অঞ্চলের উদ্দেশে যাত্রা করি। অরণ্যে ঢুকতেই জেঁকে ধরে হিম ঠান্ডা। কুয়াশার চাদরে মোড়া ঢিকালার সৌন্দর্য অপরূপ। শুনেছি এখানেই বেঙ্গল টাইগারের বসত।