chandpurnews24 প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৩, ৩:১৩ অপরাহ্ন /

বিডকোয়া-এ সভা অনুষ্ঠিত : কমিটি পুনর্বিন্যাস

অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মামুন (তানজীল)

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ইন্টেরিয়র সেক্টরের একমাত্র বাণিজ্যিক সংগঠন ‘বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশন (বিডকোয়া)’-এর এক জরুরি সভা গত ৩০ অক্টোবর ঢাকাস্থ গুলশানের কর্পোরেট এক্সিকিউটিভ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী ভূইয়া। সভায় সর্বসম্মতিক্রমে বিডকোয়ার গঠনতন্ত্রের আলোকে কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সজিব, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম এবং অর্থ সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুনকে পদায়ন করা হয়েছে। বিডকোয়া-এর অর্থ সম্পাদক স্বনামধন্য ইন্টেরিয়র প্রতিষ্ঠান ইনটেন্ট ইন্টেরিয়রের কর্ণধার আবদুল্লাহ আল মামুন। তিনি এক প্রতিক্রিয়ায় জানান, আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাকে বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশন (বিডকোয়া)’-এর অর্থ সম্পাদক নির্বাচিত করায়। আমি আমার উপর অর্পিত দায়িত্ব যেনো সঠিকভাবে পালন করতে পারি সেজন্য সবার দোয়া ও আর্শিবাদ কামনা করি। সেই সাথে সকলের সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য, ঢাকা ও চাঁদপুরে আবদুল্লাহ আল মামুন প্রতিষ্ঠিত ইনটেন্ট ইন্টেরিয়রের তিনটি শোরেুম আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে। শাখাগুলোর ঠিকানা যথাক্রমে : (১) বাংলাদেশের সর্ববৃহৎ টাইলস্ মার্কেট-হাতিরপুল ৩৩/১ পরিবাগ রোড, ঢাকা। (২) ৭২ মহাখালী, সেতু ভবনের বিপরীতে, ঢাকা। (৩) ইলিশের বাড়িখ্যাত চাঁদপুর শহরের হাজী মহসিন রোডে। সভায় বিডকোয়া-এর শূন্য পদে পদায়নকৃত অন্যান্যরা হলেন দপ্তর সম্পাদক সম্পাদক মোঃ ফজলুল হক, পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) মুয়াজ বিন হাবিব, পরিচালক (গবেষনা ও উন্নয়ন) মোস্তাফিজুর রহমান শাওন, পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মোঃ হাবিবুর রহমান ও পরিচালক সাইফুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন ইসি কমিটির সিনিয়র সহ-সভাপতি এসএম রেজাউল হক, মোহাম্মদ শাহরিয়ার খান, ইঞ্জিনিয়ার ফরহাদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক সাবিত হোসেন, ইঞ্জিঃ ফিরোজ আহমেদ, মুরাদ হোসেন, অরুপা দত্ত, তাসনুভা আসলামসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।