স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে বৃত্তি পরীক্ষার-২০২৩ এর বৃত্তিপ্রাপ্ত কৃর্তী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন,শনিবার বিকেলে চাঁদপুর রোটারি ভবনে উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃত্তি প্রাপ্ত কৃর্তী ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও ক্রেষ্ট তুলে দেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়া।
স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক বিশেষ করে শিক্ষার্থীর মায়েদের ভূমিকা বেশি রাখতে হবে। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছেন। নতুন শিক্ষা কারিকুলাম চালু করা হয়েছে।
তিনি ছাত্র-ছাত্রীদের মায়েদের প্রতি অনুরোধ করে বলেন, একজন মা ই পারে তার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল-মামুন পাটওয়ারী ও চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুল ইসলাম নয়ন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন,এসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক ও নিউ নেশন একাডেমির প্রতিষ্ঠাতা শেখ মোঃ হারুন অর রশিদ,এমুলেট একাডেমির প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, এসোসিয়েশনের জেলা সহ সভাপতি ফারুক আহমেদ,নির্বাহী সদস্য একেএম ফজলুল হক সেলিম, সদরের সহ সভাপতি ফয়জুল হক প্রমুখ।
কিন্ডারগার্টেন এসোসিয়েশন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র দে’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কবি নজরুল একাডেমির পরিচালক আবু হানিফ,এসোসিয়েশনের সদস্য ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি ওমর ফারক সুমন,অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, এসোসিয়েশনের
জেলা শিক্ষা সচিব আইয়ুব খান,যুগ্ম সাধারণ সম্পাদক আইডিয়াল একাডেমির পরিচালক নিয়াজ মোরশেদসহ আরো অনেকে।
এসময় বিভিন্ন কিন্ডারগার্টেনের পরিচালক শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া ১২শ’ শিক্ষার্থীর মধ্যে বৃত্তিপ্রাপ্ত ২০৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা সনদ ও সন্মাননা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :