স্কুল ক্রিকেটের ফাইনালে চাঁদপুর ও দিনাজপুরের দুই স্কুল


chandpurnews24 প্রকাশের সময় : জুন ১৮, ২০২৩, ৪:১৪ অপরাহ্ন /
স্কুল ক্রিকেটের ফাইনালে চাঁদপুর ও দিনাজপুরের দুই স্কুল

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে উঠেছে চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয় ও দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়।

শনিবার প্রথম সেমিফাইনালে ঢাকা আগানগর উচ্চ বিদ্যালয়কে ৮ উইকেটে হারিয়েছে চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয়। একই দিনে অন্য সেমিফাইনালে পঞ্চগড় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনকে ১৫৯ রানে হারিয়েছে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়।

আগামী ১৯ জুন ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ফাইনালে চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি হবে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়।

আগের দিন সন্ধ্যায় হওয়া ভারী বৃষ্টির কারণে মিরপুর সিটি ক্লাব মাঠের আউটফিল্ড ছিল ভেজা। যে কারণে মিরপুরে আজ খেলা শুরু হয় দুপুর ১২টায়। ৫০ ওভারের পরিবর্তে ম্যাচও কমিয়ে আনা হয় ৩৪ ওভারে।

মিরপুরে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পঞ্চগড় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন। ব্যাটিংয়ে নেমে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয় ৩৪ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ২৫১ রান। দিনাজপুরকে বড় পুঁজি গড়তে সহায়তা করেছে ব্যাটসম্যান আইনুল ইসলাম। ৪৭ বলে ৫টি চার ও ৬ ছক্কায় সর্বোচ্চ ৭৬ রান করে আইনুল। পঞ্চগড়ের মুস্তাকিম সিয়াম নিয়েছে সর্বোচ্চ ৪ উইকেট।

জবাবে খেলতে নেমে ২০.১ ওভারে ৯২ রানেই গুটিয়ে যায় পঞ্চগড় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন। দিনাজপুরের বোলারদের বোলিং তোপের মুখে পড়ে ৩২ রানের মধ্যে দ্রুত ৬ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে পঞ্চগড়।

আরও স্পষ্ট করে বললে পেসার ফয়সাল আহমেদ ফাহিমের গতিময় বোলিংয়ে পরাস্ত হয়েছে পঞ্চগড়ের ব্যাটসম্যানেরা। ফয়সাল একাই নিয়েছে ৫ উইকেট। ৫.১ ওভারে ১টি মেডেন দিয়ে ২০ রানে তুলে নেয় সে ৫টি উইকেট। ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছে ফয়সাল। পঞ্চগড়ের আরিয়ান কবির করে দলীয় সর্বোচ্চ ২৬ রান।

এর আগে বিভাগীয় পর্যায়ের ফাইনালেও এই দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচেও পঞ্চগড়কে হারিয়েছিল দিনাজপুর।