মালয়েশিয়ায় ছাপাখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু হলো। রোববার (১৮ জুন) সকাল সারডাং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুল ইসলাম (৪২)। তার বাড়ি যশোরে।
চিকিৎসকরা জানিয়েছেন, শনিবার (১৮ জুন) রাত থেকে সাইফুলের শারীরিক অবস্থার অবনতি হয়। সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
এর আগে বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গীর তামান ইন্ডাস্ট্রি সোলেমানের জুমু এসডিএন বিএইচডি নামের একটি ছাপাখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওইদিন ঘটনাস্থলে মারা যান লিটন (৩৪) ও মুরাদ মোল্লা (৩৮)। দগ্ধ ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় সারডাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার (১৬ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় সারডাং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনিরুজ্জামান (৪২)।
নিহত লিটনের বাড়ি ঝিনাইদহে, মুরাদ আলীর বাড়ি পাবনায়, মনিরুজ্জামান ও সাইফুল ইসলামের বাড়ি যশোরে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজা (২৯)। বাবলু রহমান (৪৪) চিকিৎসা নিয়ে শনিবার বাসায় ফিরেছেন। তাদের সবার বাড়ি যশোরে।
আপনার মতামত লিখুন :