এদেশে আর কোনদিনই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবেনা : মায়া চৌধুরী


chandpurnews24 প্রকাশের সময় : জুন ১৮, ২০২৩, ১:২৫ অপরাহ্ন /
এদেশে আর কোনদিনই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবেনা : মায়া চৌধুরী

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত তৎপর। কিন্তু নির্বাচনে আসার সাহস দেখাতে পারছেন না। সাহস থাকলে নির্বাচনে আসুন। আর তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নাই। এদেশে আর কোনদিনই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবেনা।

শনিবার(১৭ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মাথাভাঙ্গা আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির নেতা কর্তৃত প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে ইউনিয়ন আওয়ামী লীগের কতর্ৃক আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল। বিদেশিদের কাছে রোজ রোজ নালিশ করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। ক্ষমতার ময়ূর সিংহাসন ফিরে পেতে মির্জা ফখরুল দিবাস্বপ্ন দেখা শুরু করেছেন। কিন্তু তাতে কোনো লাভ হবে না। যখনই নির্বাচন আসে তখনই স্বাধীনতা চক্র তথা বিএনপি জামাত ষড়যন্ত্র শুরু করে। সঠিক সময়ে শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ষড়যন্ত্র করে লাভ নেই নির্বাচনের প্রস্তÍুতি নেন। শেখ হাসিনার সরকারের নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে।
বিএনপির যে কোন ষড়যন্ত্র আওয়ামী লীগ রাজপথে থেকে মোকাবিলা করবে। নির্বাচন বানচাল করার কেউ চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এতে কোন সন্দেহ নেই। ষডযন্ত্র আর আগুন সন্ত্রাস বাদ দিয়ে নির্বাচনে আসুন। কারণ নির্বাচনই একমাত্র ক্ষমতায় যাওয়ার সিঁড়ি।

মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ন হাওলাদারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মানিক, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন চৌধুরী।
এতে আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াসুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা রাদেশ্যাম বাবু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাবিবুর রহমান হাফিজ তফাদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, উপজেলা যুবলীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী হাসান মোর্শেদ আহার চৌধুরী, ফতেপুর পূর্ব ইউপির দুই বারের সফল চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী,জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এডভোকেট সেলিম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগ সাবেক সদস্য মোসাদ্দেক হাওলাদার মামুন, সাবেক ছাত্রনেতা মুহিবুল হক চৌধুরী সুমিত, মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য নুরুজ্জামান রিপন,মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ,মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার আহমেদ রোকন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল হাসান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফকরুল ইসলাম রনি, সাবেক ছাত্রনেতা আল আমিন সরকার,মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ জোবাইর আহমেদ জনি।