একই পরিবারের চারজনকে ১০০ মিটার টেনে নিয়ে গেল প্রাইভেটকার
chandpurnews24
প্রকাশের সময় : মে ৩১, ২০২৩, ২:১০ অপরাহ্ন /
০
ভারতের লখনৌতে দ্রুতগতিসম্পন্ন প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। ধাক্কা লাগার পর চাকার সঙ্গে আটকে থাকা চারজনকে প্রায় ১০০ মিটার টেনে নিয়ে যায় গাড়িটি।
বুধবার (৩১ মে) লখনৌর গুলচেইন মন্দিরের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লখনৌর আলিগঞ্জের গুলচেইন মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে। মন্দিরের সামনে এসইউভি প্রাইভেটকারের ধাক্কায় স্কুটিতে থাকা একই পরিবারের চারজন মারা যান। এরপর প্রাইভেটকারের চাকার সঙ্গে ওই চারজন আটকে যায়। ওই অবস্থায়ই তাদের ১০০ মিটার টেনে নিয়ে যায় গাড়িটি।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর গাড়ির ড্রাইভার গাড়ি না থামিয়ে তাদের ১০০ মিটার দূরে টেনে নিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, প্রাইভেট কারটি তেধি পুলিয়া জেলা থেকে আসছিল এবং মন্দিরের সামনের স্কুটিকে ধাক্কা মারে। স্কুটিটি এসইউভির নিচে আটকা পড়ার পর গাড়ি থেকে স্ফুলিঙ্গ বের হওয়া সত্ত্বেও গাড়ির চালক থামেননি।
স্কুটিতে থাকা ওই চার যাত্রীকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির (কেজিএমইউ) ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের সবাইকে মৃত ঘোষণা করেন
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন।
Post Views: 60
আপনার মতামত লিখুন :