চাঁদপুরে মোকদ্দমা নিষ্পত্তিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় দ্রুত মামলা নিষ্পত্তির জন্য বিচার্য্য বিষয় চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ–বিচারপতি মোঃ রেজাউল হাসান চৌধুরী ইয়াসিন ইকরাম


chandpurnews24 প্রকাশের সময় : মে ২৭, ২০২৩, ৪:১৪ অপরাহ্ন /
চাঁদপুরে মোকদ্দমা নিষ্পত্তিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় দ্রুত মামলা নিষ্পত্তির জন্য বিচার্য্য বিষয় চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ–বিচারপতি মোঃ রেজাউল হাসান চৌধুরী ইয়াসিন ইকরাম

চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে মোকদ্দমা-নিষ্পত্তিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মে) বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোট বিভাগের বিচারপতি মোঃ রেজাউল হাসান।

প্রধান অতিথি সভায় জেলা জজ আদালতের বিচার বিভাগের বিচারক সহ উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীর উন্নত দেশের মামলার ধরন আর আমাদের মামলার ধরন এক নয়। অগ্রক্রয়ের মোকদ্দমার আইন পরিবর্তন হওয়া দরকার মামলার জট কমানোর জন্যে। দ্রুত মামলা নিষ্পত্তি করার জন্যে বিচার্য্য বিষয় চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ একজন বিচারকদের।
তিনি আরো বলেন, বিচার বিভাগে নতুন বিচারক হিসেবে এখন যারাই আসছেন প্রত্যেকেই সকল কিছুই জেনেই আসছেন। মামলা পরিচালনার ক্ষেত্রে আইনজীবীদের সকল বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। বর্তমানে অনেক মিথ্যা মামলা হচ্ছে এর প্রবনতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস্) পলাশ কান্তি নাথ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ রফিকুল হাসান রিপন, চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রকিবুর রহমান, জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ বিনয় ভুষণ মজুমদার, অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, সাবেক পিপি অ্যাডঃ আমানউল্লা প্রমুখ।
এর আগে বিচারপতি শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে এসে পৌঁছলে সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও পিপি এবং জিপিদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। দুপুরে জেলা জজ আদালত চত্বরে ন্যায়কুঞ্জ উদ্বোধনের পর আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি অংশ নেন।