ড. এমএ সাত্তারের ৩১তম মৃত্যুবার্ষিকী


chandpurnews24 প্রকাশের সময় : মে ২৬, ২০২৩, ৩:০২ অপরাহ্ন /
ড. এমএ সাত্তারের ৩১তম মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার : আজ ২৬ মে শাহরাস্তি উপজেলার কৃতী সন্তান, সাবেক সচিব, ‘বেইস’-এর প্রতিষ্ঠাতা, ছাত্রী উপবৃত্তির রূপকার ড. এমএ সাত্তারের ৩১তম মৃত্যুবার্ষিকী। তিনি নারী শিক্ষা প্রসারে বিভিন্নমুখী কার্যক্রম গ্রহণ করেন, যা আজ জাতীয়ভাবে বাস্তবায়িত হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯২ সালের এইদিনে ড. এমএ সাত্তারের আকস্মিক মৃত্যু ছিলো শাহরাস্তিবাসীর জন্যে বিনা মেঘে বজ্রপাতের মতো। পুরো উপজেলাবাসী এ মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে যায়। চারদিকে কান্নার রোল পড়ে যায়। শাহরাস্তির উন্নয়নে তিনি অনেক কিছুই করেছেন। লক্ষ্যণীয় বিষয় হলো, ড. এমএ সাত্তারকে শাহরাস্তিতে তাঁর মৃত্যুবার্ষিকীতে পারিবারিকভাবে কিংবা অন্য কোনোভাবে যথার্থ মর্যাদায় স্মরণ করা হয় না