টেস্টে সাকিবের আসনে কে বসবেন?
chandpurnews24
প্রকাশের সময় : মে ২২, ২০২৩, ৩:২৬ অপরাহ্ন /
০
সাকিব আল হাসানের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্টে টাইগারদের নেতৃত্ব দেবেন কে? বিভিন্ন মাধ্যমের খবর বেরিয়েছে, সহ-অধিনায়ক লিটন দাস আগ্রহী নন টেস্ট দলের দায়িত্ব নিতে। সেক্ষেত্রে এক ম্যাচের জন্য নেতৃত্বের ভার উঠতে পারে মেহেদী হাসান মিরাজ অথবা নাজমুল হোসেন শান্তর কাঁধে।
বিসিবি পরিচালক আকরাম খান জানিয়েছেন, বর্তমান দলে অধিনায়কত্ব করার মতো অন্তত ৫ থেকে ৬ জন ক্রিকেটার আছে। তবে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান সাকিব আল হাসান। চোট এতটাই গুরুতর ছিল যে, শুধু তৃতীয় ওয়ানডেই নয়, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যান টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। বিসিবি জানিয়েছে পুরো ফিট হয়ে মাঠে ফিরতে সাকিবের সময় লাগবে অন্তত ছয় সপ্তাহ।
ফলে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি মিস করবেন সাকিব। অন্য দুই ফরম্যাটে না থাকলেও টেস্টে টাইগারদের সহ-অধিনায়ক লিটন দাস। কিন্তু স্টাইলিশ এই ওপেনার দলের নেতৃত্ব দিতে আগ্রহী নন। এমন খবর এসেছে গণমাধ্যমে। যদিও বিসিবিকে আনুষ্ঠানিকভাবে এখনও লিটন কিছুই জানাননি।
শেষ পর্যন্ত খবরটা সত্যি হলে কার অধিনায়কত্বে মাঠে নামবে বাংলাদেশ? নাম এসেছে দুই জনের। মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। অনেকেই এগিয়ে রাখছেন মিরাজকে।
বয়স ভিত্তিক পর্যায় থেকে শুরু করে ঘরোয়া লিগের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে মিরাজের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়ে শুরু তার নেতৃত্বের। এরপর অনেকের চোখেই ভবিষ্যতের ক্যাপ্টেন এই অলরাউন্ডার। মাঠে তার সপ্রতিভ উপস্থিতি নজর কাড়ে সবার। তাই মিরপুরে তার কাঁধে দায়িত্ব বর্তালে অবাক হওয়ার কিছু থাকবে না।
আফগানদের বিপক্ষে টেস্টে মাঠে নামার আগে মিরাজের সামনে আছে মাইলফলকের হাতছানি। সাকিব-তাইজুলের পর তৃতীয় বোলার হিসেবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫০ উইকেট শিকারের অপেক্ষায় মিরাজ। মিরপুরে ৯ টেস্টে ৪৯ উইকেট তুলে নিয়েছেন এই স্পিনার। রহস্য ঘেরা এই ২২ গজে সাকিব-তাইজুলের চেয়েও কম রান খরচায় উইকেট শিকারি মিরাজ।
ভারপ্রাপ্ত অধিনায়কের আরেকজন প্রার্থী নাজমুল হোসেন। ছন্দে থাকা এই ব্যাটসম্যানেরও আছে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা। কিন্তু টেস্টে রান খরায় আছেন এই বাঁহাতি। আরও স্পষ্ট করে বললে মিরপুরে হোম অব ক্রিকেটে শেষ চার ইনিংসে ৩৩ রান করেছেন শান্ত। আফগানদের বিপক্ষে টেস্ট সহজ হবে না তা বলাই যায়। তাই টিম ম্যানেজম্যান্ট ফর্মে থাকা শান্তর উপর অধিনায়কত্বের বাড়তি চাপ দিবে কি-না সেটিও দেখার বিষয়।
এ প্রসঙ্গে বিসিবি পরিচালক আকরাম খান বল ঠেলে দিলেন টিম ম্যানেজম্যান্টের কোর্টে। আকরাম খান বলেছেন, ‘ওরা তো ভবিষ্যতের জন্য দলে রয়েছে। সে সময়ে ওদের মধ্যে থেকেই নেতৃত্ব আসবে। ওদের যখন দলে নেয়া হয়েছে তখন থেকেই অধিনায়কত্ব করার যোগ্যতা ছিল। যেখানে ৪-৫ জনের মতো খেলোয়াড় রয়েছে। সেখান থেকেই হয়তো ঘোষণা করা হবে।’
মঙ্গলবার (২৩ মে) আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দল ঘোষণার কথা রয়েছে। আর সিরিজের প্রস্তুতি শুরু হবে আগামী ২৯ মে। একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৪ জুন।
Post Views: 38
আপনার মতামত লিখুন :