বিপণীবাগে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি ॥ জরিমানা আদায়


chandpurnews24 প্রকাশের সময় : মে ২২, ২০২৩, ৩:০৯ অপরাহ্ন /
বিপণীবাগে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি ॥ জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর শহরের প্রসিদ্ধ বিপণীবাগ বাজারে জেলি মিশ্রিম চিংড়ি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বাজারের অসাধু মাছ বিক্রেতা খোরশেদের কাছ থেকে জান্নাতুল ফেরদৌসি চিংড়ি মাছ ক্রয় করেন। বাসায় গিয়ে জান্নাতুল ফেরদৌসি চিংড়ি মাছে জেলি দেখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ে প্রমাণসহ গত ২৭ এপ্রিল লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে অসাধু মাছ ব্যবসায়ী খোরশেদের মাছের দোকানকে গত ১৮ মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে জরিমানার ২৫% অর্থ ৫শ’ টাকা অভিযোগকারী জান্নাতুল ফেরদৌসিকে প্রদান করা হয়েছে।