স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর সদর উপজেলা পরিষদের “মাসিক সাধারণ সভা, আইনশৃঙ্খলা সভা ও উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ মে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম দেওয়ান।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ আব্দুর রশিদ।
সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহছান উল্লাহ, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্লাহ পাটওয়ারী , মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু,বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শামীম খানসহ অন্যান্য চেয়ারম্যানগণ,সদর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি সচিববৃন্দ ।
আপনার মতামত লিখুন :