স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জে চুরি হওয়া ৭ ভরি ৫ আনা ২ রত্তি স্বর্ণলংকার ও নগদ ৬৪ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
একই সাথে ঘটনায় অভিযুক্ত ব্যাক্তি অঞ্জন চন্দ্র দে (৩৭) কে আটক করা হয়েছে।
সোমবার (১৫ মে) গনমাধ্যমকে এসব তথ্য জানান ফরিদগঞ্জ থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, থানার ওসি আব্দুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডলের সার্বিক দিক নিদের্শনায় এসআই (নিরস্ত্র) মোঃ রুবেল ফরাজী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ থানাধীন আসৎকুমারী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় অঞ্জন চন্দ্র দে , পিতা-মৃত নারায়ন চন্দ্র দে , গ্রাম- আসৎ কুমারী, থানা- ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর কে এলাকা থেকে গ্রেফতার করেন।
আসামী অঞ্জন চন্দ্র দের তথ্যমতে তার বাড়ীতে অভিযান পরিচালনা করে তার পূর্ব ভিটি টিনের বসত ঘরের ভিতর এবং ঘরের পূর্ব পাশে সংলগ্ন আমগাছের নিচে গর্ত হতে আসামীর দখল, হেফাজত, নিয়ন্ত্রন হতে বাদীর চোরাই যাওয়া নগদ ৬৪ হাজার টাকা এবং ৭ ভরি ৫ আনা ২ রত্তি ৫ পয়েন্ট স্বর্ন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামীকে চাঁদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :