স্টাফ রিপোর্টার #
কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন ও জেলা সম্মেলন উপলক্ষে চাঁদপুর জেলা গণফোরামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ মে ) দুপুরে শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর।
চাঁদপুর জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা গণফোরামের যুগ্ন সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, শ্রমবিষয়ক সম্পাদক আলী আশরাফ গাজী, জেলা গণফোরামের যুব বিষয়ক সম্পাদক আলমগীর খান, হাইমচর উপজেলার সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সদস্য হাফেজ খান, মজিবুর রহমান মজিব, বাগাদী ইউনিয়ন সভাপতি সুফিয়ান, সদস্য মিজানুর রহমান , আ: হাকিম, আ: রাজ্জাক, বিষ্ণুপুর ইউনিয়নের সভাপতি মো: মহসীন , লক্ষ্মীপুর ইউনিয়নের গণফোরামের নেতা আলী আকবর ফরাজি, চাঁদপুর পৌর ১ নং ওয়ার্ড গণফোরামের সভাপতি দুলাল শেখ, মো: নাছিম, ওয়ার্ডের সভাপতি বিল্লাল শেখ প্রমুখ ।
আপনার মতামত লিখুন :