বাংলাদেশ সিরিজ অসম্পূর্ণ রেখে ভারতে যাবে আফগানরা, বিসিবির সম্মতি


chandpurnews24 প্রকাশের সময় : মে ১১, ২০২৩, ১১:০১ অপরাহ্ন /
বাংলাদেশ সিরিজ অসম্পূর্ণ রেখে ভারতে যাবে আফগানরা, বিসিবির সম্মতি

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে এখন ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের পর টাইগারদের পরবর্তী অ্যাসাইনমেন্ট আফগানিস্তানের বিপক্ষে। তিন ফরম্যাটেই আফগানদের বিপক্ষে খেলার কথা রয়েছে তামিম ইকবাল-সাকিব আল হাসানদের।

সূচি অনুযায়ী, জুনে বাংলাদেশ সফরে আসার কথা ছিল আফগানদের। সে সময়েই আসবে রশিদ খানরা। তবে এই সিরিজের মাঝে তারা বিরতি নিয়ে একবার ভারতে যাবে সিরিজ খেলতে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অদ্ভুত এই প্রস্তাবে আবার রাজিও হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জাতীয় দলের সঙ্গে এখন ইংল্যান্ডে অবস্থান করছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। বৃহস্পতিবার দেশের ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। এসময় আফগানিস্তান সিরিজের প্রসঙ্গ এলে তিনি জানান, একটি টেস্ট ম্যাচের পর বাংলাদেশ ছেড়ে ভারতে খেলতে যাবে আফগানরা। সেখানে খেলা শেষ করে নাকি আবার বাংলাদেশে আসবে রশিদ খানরা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা (আফগানিস্তান) একটি ফরম্যাট খেলে ভারত সফরে যেতে চায়। এখানে প্রথমে আমরা টেস্ট সিরিজটি খেলব। এরপর ঈদুল আজহার মধ্যে ওরা ভারতে যাবে সিরিজ খেলতে। ওই সিরিজ শেষ করে বাংলাদেশে এসে বাকি ম্যাচগুলো খেলবে। ভারত সিরিজ নিয়ে তারা খুব উচ্ছ্বসিত। সেজন্য আমাদের সূচিতে পরিবর্তন আনার অনুরোধ করেছে এসিবি। ঈদুল আজহার ছুটি থাকায় আমরাও (সূচি পরিবর্তনে) রাজি হয়েছি।’
 
শুধু এটাই নয়, বাংলাদেশ সিরিজকে ঘিরে আফগান ক্রিকেট বোর্ডের অনুরোধের সীমা নেই। সিরিজে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলার কথা থাকলেও সেটা কমাতে অনুরোধ করেছে রশিদদের ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও যোগ্য বন্ধুর মতো সায় দিয়েছে তাতে। সূচিতে পরিবর্তন এনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে টাইগাররা।  
এ বিষয় নিয়ে জালাল ইউনুস বলেন, ‘সিরিজে আমাদের দুটি টেস্ট ছিল। একটা আগেই কমিয়ে ফেলা হয়েছে। এখন আমরা আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টের সঙ্গে তিনটি ওয়ানডে এবং দুটি টি-২০ খেলবে। দ্রুতই এসিবির সঙ্গে আলাপ করে আমরা সূচি চূড়ান্ত করে ফেলবো।’
 
আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজটি ১০ থেকে ১৯ জুনের মধ্যে হতে পারে। ঈদুল আজহার সম্ভাব্য সময় ২৯ বা ৩০ জুন। অর্থাৎ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজটি জুলাইয়ের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।