চাঁদপুরে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী অফিসার এসআই শাহরিন
chandpurnews24
প্রকাশের সময় : মে ৯, ২০২৩, ১:২১ অপরাহ্ন /
০
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে মনোনীত হলেন সদর মডেল থানার এসআই শাহরিন হোসনে রানা। গতকাল সোমবার পুলিশ লাইনসে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মিলন মাহমুদ এসআই শাহরিন হোসনের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাতের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দেসহ চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে এই সম্মাননা স্মারক গ্রহণের পর এসআই শাহরিন হোসেন সবার কাছে নিজের জন্য দোয়া চান এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান।
Post Views: 22
আপনার মতামত লিখুন :