স্টাফ রিপোর্টার : পড়ে আছে বর্ন শেখার বই খাতা। পড়াশোনার টেবিল। নেই শুধু প্রাণ। একসাথে নিভে গেলো দুইটি প্রাণ। তাও আবার যমজ ভাই বোন। মা-বাবাকে সান্ত্বনা দেয়ার কোন ভাষা নেই স্বজন ও প্রতিবেশীর।
ঘটনাটি চাঁদপুরের কচুয়া উপজেলায়। পানিতে ডুবে জমজ দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৮ মে) দুপুরে বজুরীখোলা গ্রামের কাজী বাড়ি সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাজী সুজাইদ রহমান ও কাজী তোহেরা আক্তার । তারা উভয়ে একই গ্রামের প্রবাসী কাজী সালাউদ্দিনের জমজ সন্তান এবং পাশ্ববর্তী বড়ইয়া-কৃষ্ণপুর রেনেঁসা আইডিয়াল একাডেমীতে নার্সারীতে অধ্যয়নরত ছিলো।
স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম ভূঁইয়া জানান, জমজ শিশু দুটি সোমবার বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর প্রথমে বাড়ি সংলগ্ন পূর্ব পাশে ঘুরতে গিয়ে আকস্মিক ভাবে কাজী সুজাইদ রহমান পুকুরে পড়ে যায়। এসময় তার বোন কাজী তোহেরা আক্তার তাকে উদ্ধার করতে গিয়ে সেও পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে তাদের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
জমজ দুই ভাই বোনের করুন মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আপনার মতামত লিখুন :