স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় ডাকাতিয়া নদী থেকে মো. মিরাজ হোসেন (১৭) নামে কিশোরের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (৩ মে) বিকাল সাড়ে ৪টার দিকে মরদেহ উদ্ধার করে নৌ থানায় নিয়ে যায় পুলিশ।
নৌ পুলিশ জানায়, আজ বিকাল সাড়ে ৪টার দিকে চাঁদপুর সদর থানার কয়লার ঘাট কোস্ট গার্ড এর পন্টুনের সামনে থেকে ৩ দিন আগে নিখোঁজ হওয়া মোঃ মিরাজ হোসেন এর অর্ধ গলিত মৃত দেহ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নৌপুলিশ চাঁদপুর কর্তৃক মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের মাধ্যমে প্রাথমিকভাবে জানা যায়, মিরাজ হোসেনের মৃগি রোগ ছিল। সে কারণে নদীতে গোসল করতে আসলে পানিতে ডুবে যায়। তার পরিবারের লোক জন বা আশপাশের কেউ জানতো না যে মিরাজ নদীতে ডুবে মারাগেছে। নৌপুলিশ মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
আপনার মতামত লিখুন :