স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৩ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও নতুন কমিটি ঘোষণা ও এ কমিটি মেনে না নিয়ে উত্তেজনা এবং সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫জন আহত হবার খবর পাওয়া গেছে।
শুক্রবার ( ২৮ এপ্রিল ) বিকেলে ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম (নূরু) ভূইয়ার বাড়িতে লক্ষ্মীপুর ইউনিয়ন যুবদল আয়োজিত এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে থাকা দলীয় নেতা-কর্মী সূত্রে জানা যায়, সম্মেলনের প্রথম পর্ব শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলেও বিপত্তি বাধে নতুন কমিটি ঘোষণা নিয়ে।
দ্বিতীয় পর্বে লক্ষ্মীপুর ইউনিয়ন যুবদলের ১১ জনের নাম উল্লেখ করে নতুন কমিটি ঘোষণা করেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। এই কমিটি মানি না বলে সম্মেলনস্থলে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে সেখানে চেয়ার ছোড়াছুড়ি, হাতাহাতি, চেয়ার নিয়ে আক্রমণ ও লাঠিসোটা নিয়ে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। মারামারি থামাতে গিয়ে ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুরু ভূঁইয়াও আহত হয়। জাহাঙ্গীর মিজি, লোকমান গাজী শিপন খানসহ অন্যরা আহত হয়েছে বলে জানা যায়। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। প্রায় আধা ঘন্টা সময় ধরে চলে যুবদলের স্থানীয় দুই পক্ষের মারামারি,হামলা ও ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় শ্রীরামপুর গ্রামে নারী-পুরুষ সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সন্ধ্যায় চাঁদপুর সদর মডেল থানা ও পুরানবাজার ফাঁড়ি পুলিশ বহরিয়া বাজারে অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়।
সম্মেলনের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন জানান, ইউনিয়ন যুবদলের সম্মেলন শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশ সম্পন্ন হয়েছে। কমিটি ঘোষণাকালে সংগঠনের নেতাকর্মীদের মধ্য কিছুটা ভুল বুঝাবুঝি হয়েছে। সবার কাছে গ্রহণযোগ্য হয় এমন একটি কমিটি পরে ঘোষণা করা হবে।
এদিন সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) কেএম নজরুল ইসলাম (নজু)। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপির বর্তমান সভাপতি শাহজালাল মিশন।
এসময় তিনি বলেন, যুবদল বিএনপির ভ্যান গার্ড বিএনপির শক্তি।নির্বাচন আন্দোলন সংগ্রামে যুবদল সব সময় বিএনপির পাশে থাকে । আজকে সম্মেলনে একাধিক প্রার্থী রয়েছে কিন্তু সবাইকেতো দায়িত্ব দেওয়া যাবে না। যাকে দায়িত্ব দেওয়া হবে তাদের নেতৃত্বে আগামী দিনে আপনারা আন্দোলন সংগ্রামে জাপিয়ে পড়বেন।কারন আজকে তারা দায়িত্বে থাকবে আগামী দিনে আপনারা আসবেন। আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান। বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ শরীফ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান খান কাজল।আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম নূরু ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ শহীদ বেপারী।
সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ দাদন মিঞা ও পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরু পাটওয়ারী ও সদস্য সচিব মোঃ নুর মোহাম্মদ বেপারী।
বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন ঢালী, সিদ্দিকুর রহমান ভূইয়া, বাচ্চু দেওয়ান,৮ ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সুমন খান,সাবেক সাধারণ সম্পাদক ওসমান মিজি, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মামুন দর্জি, ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মমিন রাড়ী, সাবেক সভাপতি দেলোয়ার হোসেন।
আপনার মতামত লিখুন :