পদ্মা সেতুতে ডানা মেলে উড়ছেন বুবলী


chandpurnews24 প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৩, ১১:৫১ অপরাহ্ন /
পদ্মা সেতুতে ডানা মেলে উড়ছেন বুবলী

বসগিরি খ্যাত অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটি মুক্তির পর থেকেই বেশ ফুরফুরে মেজাজে আছেন। এরই মধ্যে বুবলি সিনেমার প্রচারণায় বিভিন্ন জায়গাতেও গিয়েছেন। এর মধ্যেই এ অভিনেত্রীকে পদ্মা সেতুতে দেখা গেছে।

পদ্মা সেতু পারাপারের সময় গাড়ি থেকে নেমে কিছু ছবি তোলেন বুবলী। সেই ছবি শনিবার (২৯ এপ্রিল) দুপুরে নিজেরে ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন তিনি। ছবিগুলো প্রকাশের সঙ্গে বুবলীর ভক্ত-অনুরাগীরা ভালোবাসা প্রকাশ করেছেন।

শবনম বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটি নির্মাণ করেছেন তপু খান। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান।

ঈদে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন  শহীদুজ্জামান সেলিম, সুব্রত, মিশা সওদাগর প্রমুখ।