ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরটা মোটেও ভালো যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। টানা চার হারে বেশ ব্যাকফুটে তারা। সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে ওপেনিংয়ে। সমাধানে হয়তো এক ম্যাচ খেলে বাদ পড়া লিটন দাসকে আরও একবার বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট।
বুধবার (২৬ এপ্রিল) আসরে নিজেদের অষ্টম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে কলকাতা।
আইপিএলের শুরু থেকেই বিপাকে এবার কলকাতা নাইট রাইডার্স। নিলাম থেকে কেনা ক্রিকেটারদের সময়মতো না পাওয়া দিয়ে শুরু হয় তাদের যন্ত্রণা। আস্থার প্রতিদান দিতে পারছেন না নির্ভরযোগ্য দুই বিদেশি তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। চলতি আসরে প্রথম তিন ম্যাচের দুটিতেই জিতেছিল কেকেআর। কিন্তু এরপর টানা চার ম্যাচ হারতে হয়েছে তাদের।
দলের অধঃপতনে টিম ম্যানেজমেন্টের বড় দুশ্চিন্তা ওপেনিংয়ে। স্থানীয় ক্রিকেটারদের বাইরে বিদেশিদের মধ্যে রহমানউল্লাহ গুরবাজ, লিটন দাসের পর সুনীল নারিনও হয়েছেন ব্যর্থ। এদের সবচেয়ে বেশি পাঁচ ম্যাচ সুযোগ পেয়েছেন গুরবাজ। প্রথম দুই ম্যাচে ভালো করলেও তিনি পরের তিন ম্যাচে হয়েছে ব্যর্থ। নারিন ওপেনিংয়ে নিয়মিত নন। লিটনকে মাত্র এক ম্যাচে দেয়া হয়েছে সুযোগ। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সুযোগ পাওয়া সে ম্যাচ মাত্র ৪ রান করে বাজেভাবে আউট হওয়ার উইকেটকিপিংয়ে ছিলেন একেবারে নিষ্প্রভ। তাতে পরের ম্যাচেই বাদ পড়েন তিনি।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে গত কয়েক বছর ধরে নিজেকে ধারাবাহিকভাবে প্রমাণ করে চলা লিটনকে হয়তো আরও একবার বাজিয়ে দেখতে পারে কেকেআর। আসরটিতে পাড়ি দেয়ার আগেও বেশ ছন্দে ছিলেন লিটন। আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে তিনি খেলেছিলেন ৮৩ রানের দারুণ এক ইনিংস। আরেকটি ম্যাচে করেছেন ৪৭ রান। ওয়ানডে সিরিজেও তিনি ভালো খেলেছিলেন। করেছেন দুটি ফিফটি। ওপেনিং সমস্যার সমাধানে তাই বেঙ্গালুরুর বিপক্ষে লিটনকে দেখা যেতে পারে আরও একবার।
আপনার মতামত লিখুন :