জয় ও বীরের সঙ্গে যেমন কাটল শাকিবের ঈদ


chandpurnews24 প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৩, ৭:৫৫ অপরাহ্ন /
জয় ও বীরের সঙ্গে যেমন কাটল শাকিবের ঈদ

স্টার কিড জয় ও বীরের ব্যাপারে শাকিব–ভক্ত, শুভাকাঙ্ক্ষী আর সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। দুই সন্তান তাদের মায়ের কাছে থাকলেও বাবার সঙ্গেও দারুণ সময় কাটায়। সুপারস্টার বাবা শাকিব খানও সময় পেলেই সন্তানদের সঙ্গে নিজের মতো করে সময় কাটান। মেতে ওঠেন খেলাধুলায়। কখনো ঢাকার রাস্তায় গাড়ি নিয়ে ঘুরতে বের হয়ে পড়েন। সন্তানদের সঙ্গে কাটানো এসব সময় সবচেয়ে মূল্যবান মনে করেন শাকিব খান।

সারা দেশের ১০০ প্রেক্ষাগৃহে এবার ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ছবি ‘লিডার: আমিই বাংলাদেশ’। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের কারও কারও মতে, প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছে ছবিটি। পর্দার শাকিবকে সবাই সানন্দে গ্রহণ করেছেন বলেও মন্তব্য করেছেন অনেকে।

ঈদের দিন শাকিব–ভক্তরা প্রেক্ষাগৃহে মেতে ছিলেন। অন্যদিকে শাকিব তাঁর গুলশানের বাসায় আনন্দে মেতেছিলেন তাঁর দুই সন্তানকে নিয়ে। সারা দেশ থেকে পাচ্ছিলেন ছবির সাফল্যের খবরও। সব মিলিয়ে এবারের ঈদ ‘লিডার: আমিই বাংলাদেশ’–এর দর্শকসাড়া ও দুই সন্তানকে নিয়ে দারুণ কেটেছে শাকিবের। নতুন মুক্তি পাওয়া ছবির প্রতি সবার আগ্রহ দেখে প্রথম আলোর মাধ্যমে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও চলচ্চিত্রপ্রেমীদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন শাকিব।

ঈদের দিন সকালেই শাকিব খান বারিধারার একটি মসজিদে ঈদের নামাজ শেষ করে বাসায় ফেরেন। ঘরে ফিরেই মায়ের হাতে বানানো কয়েক পদের সেমাই খান। খেয়েছিলেন পছন্দের মোরগ–পোলাও।

super star shakib khan

পরিচিতজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর কিছুটা সময় বিশ্রাম নেন। ঘুম থেকে ওঠেন দুপুরের পর। ততক্ষণে বাসায় এসে পৌঁছায় বড় ছেলে আব্রাহাম খান জয়। ঘুমে থাকা বাবা শাকিবকে ডেকে তোলে জয়। এরপর দুজন নিজেদের মতো করে সময় কাটায়।

বাবা শাকিব খানের সঙ্গে সময় কাটিয়ে জয় ছুটে যায় বনানীতে তার একমাত্র ফুফুর বাসায়। সেখানে ফুফাতো ভাইবোনদের সঙ্গে আড্ডা ও খেলাধুলায় মেতে ওঠে সে। ফুফাতো বোন তার মামা শাকিব খানের মুক্তি পাওয়া চলচ্চিত্রের ‘কথা আছে’ গানটি টেলিভিশনে ছেড়ে দিয়ে নাচানাচি করে।

জয়ও বাবার গানের সঙ্গে ফুফাতো বোনের সঙ্গে নাচে। বনানী থেকে সন্ধ্যায় আবার বাবার কাছে আসে। এরপর বাবা-ছেলে মিলে ঢাকার ফাঁকা রাস্তায় ঘোরাঘুরি করে। আজ রোববার দুপুরে শাকিব খান জানান, ‘আব্রাহাম তো বড় হচ্ছে। ওর কৌতূহল অনেক। নানা ধরনের প্রশ্ন করে। অনেক কিছু জানতে চায়। ওর এসব প্রশ্নের উত্তর দিতে আমারও বেশ ভালো লাগে। ঈদের দিন বাবা–ছেলের সুন্দর সময় কেটেছে।’

সন্ধ্যার পর বাবা শাকিব খানের সঙ্গে দেখা করতে এসেছিল ছোট ছেলে শেহজাদ খান বীরও। তিন বছর বয়সী বীর বাবার দেওয়া পায়জামা-পাঞ্জাবি পরেই এসেছিল।

Shakib khan

আজ রোববার দুপুরে শাকিব বলেন, ‘শেহজাদ তো এখনো ছোট। নিজের মতো করে খেলাধুলা করতে পছন্দ করে। গেমস বেশি পছন্দ করে। আর গাড়ি চালায়। বীর যখন এসব করে, তখন আমি সঙ্গ দিয়ে থাকি। সময়টা দারুণ কাটে।’

কথায় কথায় প্রথম আলোকে শাকিব এ–ও বলেন, ‘সন্তানদের সঙ্গে কাটানো সময়গুলো আমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান মনে হয়। কাজের ব্যস্ততার বাইরে যেটুকু সময় এখন থাকে, আমি ওদের সঙ্গে কাটাই। ওদের নিয়ে আমার একটাই স্বপ্ন, ওরা যেন ওদের মতো করে সুন্দরভাবে বেড়ে ওঠে। বাবা হিসেবে বেড়ে ওঠার পরিবেশটা আমি নিশ্চিত করতে চাই।’

বছরখানেক পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন চলচ্চিত্র ‘লিডার: আমিই বাংলাদেশ’। দীর্ঘদিন পর মুক্তি পাওয়া শাকিব খানের এই ছবি ঘিরে সিনেমাপ্রেমীদের বেশ আগ্রহ ছিল। দর্শকের আগ্রহে প্রেক্ষাগৃহের শো বাড়ানোর মতো ঘটনাও ঘটেছে। তপু খান পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী।