সরকার রাজনৈতিকভাবে পরাজিত: আমীর খসরু


chandpurnews24 প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৩, ৮:১৫ পূর্বাহ্ন /
সরকার রাজনৈতিকভাবে পরাজিত: আমীর খসরু

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট এ সরকারকে বিদায় দেয়ার জন্য বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কারণ, এ সরকার রাজনৈতিকভাবে পরাজিত।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, এ সরকারের পুরো নির্ভরশীল সরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ওপর। এ জন্য তারা আজ বিএনপিকে উদ্দেশ্য করে যে মন্তব্য করছে, এগুলো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। আর যখন ফ্যাসিস্টের পতন ঘনিয়ে আসে, তখন আরও নির্যাতন, নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয়।
তিনি আরও বলেন, ‘সরকার প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীদের গ্রেফতার, বাড়িঘরে হামলা করে রাজনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত করছে। এখন তাদের নির্ভরশীলতা জনগণের কাছ থেকে সরে একটি গোষ্ঠীর কাছে দায়বদ্ধ। সুতরাং অন্য কোনো গোষ্ঠীর ওপর নির্ভরশীল হয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। তাই সময় হয়েছে, নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের মাধ্যমে তাদের বিদায় দেয়া।

এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সরকারি বিরোধী আন্দোলন জোরদার করার আহ্বান জানান তারেক রহমান।

জেলার বিভিন্নস্থান থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী এই ইফতার মাহফিলে যোগ দেন।

ইফতার মাহফিলে বিএনপির কুমিল্লা বিভাগীয় নেতা মোস্তাক আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম ছাড়াও স্থানীয় নেতারা বক্তব্য দেন।