স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট এ সরকারকে বিদায় দেয়ার জন্য বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কারণ, এ সরকার রাজনৈতিকভাবে পরাজিত।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সরকারি বিরোধী আন্দোলন জোরদার করার আহ্বান জানান তারেক রহমান।
জেলার বিভিন্নস্থান থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী এই ইফতার মাহফিলে যোগ দেন।
ইফতার মাহফিলে বিএনপির কুমিল্লা বিভাগীয় নেতা মোস্তাক আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম ছাড়াও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
আপনার মতামত লিখুন :