পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর – সিলেট রুটে প্রথমবারের মতো ‘বিশেষ ট্রেন’ চালু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটে সিলেট থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। ঈদের দিন ছাড়া ২৭ এপ্রিল পর্যন্ত চলাচলের কথা রয়েছে এ ট্রেন। এ ট্রেনের সব টিকিটই করতে হবে অনলাইনে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, ‘ঈদ স্পেশাল ট্রেন-৯’ নামের ট্রেনটি মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটে সিলেট থেকে ছেড়ে যায়। সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর ট্রেনটি রাত সোয়া ১২টার দিকে চাঁদপুরে পৌঁছানোর কথা রয়েছে। ট্রেনটি ঈদের আগের দিন পর্যন্ত চলাচল করে ঈদের দিন বন্ধ রাখা হবে। ঈদের পরদিন থেকে আবার চালু হয়ে চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।
এদিকে চাঁদপুর থেকে ‘ঈদ স্পেশাল-১০’ আগামীকাল বুধবার ভোর চারটায় সিলেটের উদ্দেশে ছেড়ে আসবে। দুপুর ১২টার দিকে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে ট্রেনটির।
সিলেট রেলওয়ের স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বলেন, ঈদের জন্য যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেনটি চালু করা হয়েছে। ১০টি বগির ট্রেনে প্রায় ৬০০ যাত্রীর আসন থাকার কথা। সে হিসাবে ৩০০ আসনে সিলেট রেলওয়ে স্টেশন থেকে যাত্রীরা উঠতে পারবেন। অন্যান্য স্টেশনের যাত্রীরা অনলাইনে টিকিট কেটে যাত্রীর উঠবেন। সব টিকিটই এখন অনলাইনে কাটতে হবে যাত্রীদের।
আপনার মতামত লিখুন :