গরীবদের মাঝে কাউছ মিয়ার চাল বিতরণ


chandpurnews24 প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৩, ৬:৫৯ পূর্বাহ্ন /
গরীবদের মাঝে কাউছ মিয়ার চাল বিতরণ

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর ও শরিয়তপুরের বিভিন্ন জায়গায়  হাজার হাজার গরীব অসহায় মানুষের পাশে মানবিক খাদ্য সহায়তা নিয়ে আবারো হাজির হয়েছেন বাংলাদেশের স্বনামধন্য প্রবীন ব্যবসায়ী সমাজসেবা দানবীর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয়  রাজস্ব বিভাগ কতৃক মুজিব বর্ষসহ বাংলাদেশের  সর্বাধিক রাষ্ট্রীয় সম্মাননাপ্রাপ্ত শীর্ষ করদাতা হাজী মোঃ কাউছ মিয়া।

তিনি লোক মারফত ২০ রমজান থেকে হাজার হাজার বস্তা যাকাতের চাল গরীব দুঃখী মানুষের হাতে পৌঁছে দিচ্ছেন।এই চাল বিতরণ ২৯ রমজান পর্যন্ত চলতেই থাকবে বলে জানা যায়।

সোমবার ১৭ এপ্রিল চাঁদপুর শহরের বড়স্টেশন আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে হাজী মোঃ কাউছ মিয়ার ছবি সম্বলিত টোকেনের মাধ্যমে এক হাজার দরিদ্র মানুষকে চাল দেয়া হয়। সকাল ৯টা থেকে শুরু হয় বিতরণ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার  ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সফিকুল ইসলাম, স্থানীয় যুবলীগ নেতা কামরুল,কাউছ মিয়ার প্রতিনিধি দেলু দর্জি, এলাকার মুরব্বি তছলিম বেপারি ও আইন-শৃঙ্খলা কাজে নিয়োজিত চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ফোর্স।

এর আগের দিন চাঁদপুর নদীর বন্দর এলাকার কয়েক’শ গরীব অসহায় মাঝিমাল্লাদের এ চাউল দেয়া হয়েছে। তারও আগের দিন হাজী মোঃ কাউছ মিয়ার প্রতিষ্ঠিত শরিয়তপুর তারবুনিয়া আব্বাছ আলী উচ্চ বিদ্যালয়ে উত্তর তারাবুনিয়া ও দক্ষিণ তারাবুনিয়া এবং চাঁদপুর সদর রাজরাজেশ্বর ইউনিয়নের মোল্লার বাজার, বাঁশগাড়ি,বন্দুকশী বাজার চর এলাকায়  হতদরিদ্রদের মাঝে ৪ হাজার প্যাকেট চাউল বিতরণ করা হয়েছে।

আজ ও আগামীকাল চাঁদপুর সদরের , পুরাণবাজার লোহারপুল,  তরপুরচন্ডীর পুরুন্ডোপুর,আনন্দবাজার ও দাসাদী এলাকায় গরীব ও অসহায় পরিবারের মাঝে কাউছ মিয়ার  চাউল টোকেনের মাধ্যমে  বিতরণ করা হবে।

এসব তথ্য নিশ্চিত করেছেন হাজী মোঃ কাউছ চাঁদপুরস্থ প্রতিনিধি মোঃ দেলু দর্জি।

তিনি জানান, প্রতিটি স্থানে জনপ্রতিনিধি, এলাকার মুরব্বী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে হাজী মো. কাউছ মিয়ার ছবি সম্বলিত টোকেনের মাধ্যমে সুশৃঙ্খলভাবে যাকাতের এবারের এই চাল বিতরণ করা হচ্ছে।