চাঁদপুরে তাপদাহ ও অগ্নিকাণ্ড প্রতিরোধে সতর্কতামূলক সভা


chandpurnews24 প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৩, ১০:১৫ অপরাহ্ন /
চাঁদপুরে তাপদাহ ও অগ্নিকাণ্ড প্রতিরোধে সতর্কতামূলক সভা

স্টাফ রিপোর্টার || প্রচন্ড তাপদাহ ও অগ্নিকাণ্ড প্রতিরোধে চাঁদপুরে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ এপ্রিল রোববার সকালে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়।জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন কামরুল হাসান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চাঁদপুর।
অনুষ্ঠানে ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সহ মিজানুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, চাঁদপুর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.এস.এম মোসা, চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, প্রেসক্লাব সভাপতি এএইচ এম আহসান উল্লাহ ও জেলার বিভিন্ন পর্যায়ের অংশীজন উপস্থিত ছিলেন।