ঈদের আগে বেতন পাবেন প্রাথমিকের নতুন শিক্ষকেরা


chandpurnews24 প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৩, ৮:২৮ অপরাহ্ন /
ঈদের আগে বেতন পাবেন প্রাথমিকের নতুন শিক্ষকেরা

স্টাফ রিপোর্টার : চাকরিতে যোগ দেওয়ার প্রায় পৌনে তিন মাস হয়ে গেলেও বেতন পাচ্ছেন না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষকেরা। অবশ্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, যে জটিলতা ছিল, সেটি কেটে গেছে। আসন্ন ঈদের আগেই নতুন এই শিক্ষকেরা বেতন পেয়ে যাবেন।

গত ২২ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩৫ হাজার শিক্ষক (প্রাক্–প্রাথমিক ও প্রাথমিক স্তর) যোগ দিয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়মানুযায়ী, প্রাক্–প্রাথমিক স্তরের প্রায় ২৬ হাজার শিক্ষকের বেতন হওয়ার কথা চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৪) অধীন। বাকি শিক্ষকদের বেতন হয় রাজস্ব খাত থেকে। এর মধ্যে রাজস্ব খাতের শিক্ষকদের প্রায় সবাই বেতন পেলেও প্রাক্–প্রাথমিক স্তরের শিক্ষকেরা বেতন পাননি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতা হয় সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি বা আইবাস প্লাস প্লাস নামের একটি ব্যবস্থায়। কিন্তু পিইডিপি-৪–এর নির্ধারিত কোড আইবাস প্লাস প্লাসের সঙ্গে না মেলায় বেতন নিয়ে জটিলতার তৈরি হয়। এ অবস্থায় গত রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে অর্থ মন্ত্রণালয়। সেখানে সিদ্ধান্ত হয়, প্রাক্–প্রাথমিকের শিক্ষকেরাও রাজস্ব খাত থেকে বেতন পাবেন।

নাম প্রকাশ না করার শর্তে কুষ্টিয়ার একটি উপজেলার একজন শিক্ষক মঙ্গলবার বলেন, রোববারের ওই সভার সিদ্ধান্তের পর তাঁরা উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করছিলেন। তখন তাঁদের বলা হয়েছে, আজ (মঙ্গলবার) পর্যন্ত লিখিত কোনো নির্দেশনা পাননি। এ অবস্থায় ঈদের আগে বেতন হবে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত হতে পারছেন না তাঁরা। তিনি বলেন, সরকারি নির্দেশনাটি অনলাইনে দ্রুত শিক্ষা অফিসগুলোকে জানিয়ে দিলে এ সমস্যা কেটে যেত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সভা হয়েছে। সব জটিলতা কেটে গেছে। ঈদের আগেই নতুন শিক্ষকেরা বেতন পাবেন।