স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ নুরুল আমিন খান আকাশের বাবা মরহুম মোহাম্মদ আলী ও মাতা মরহুমা নাজমা বেগমের স্মরণে চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল সোমবার বাদ জোহর চাঁদপুর জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলার মসজিদে মরহুমদের পরিবারের সদস্য ও সন্তান বিশিষ্ট ব্যবসায়ী এম এ মুরাদ খান ও নুরুল আমিন খান আকাশের ব্যবস্থাপনায় এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ.টি.এম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.জেড.এম রফিকুল হাসান রিপন সহ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী সহ অন্যান্য আইনজীবীগণ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আইনজীবী সমিতির মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম। মিলাদ ও দোয়া শেষে মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :