ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলা শুরু


chandpurnews24 প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৩, ১১:০০ অপরাহ্ন /
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলা শুরু

ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনী ‘দ্যা স্ট্রং হ্যান্ড’ নামে অভিযান শুরু করেছে। বিমান হামলায় গাজা জুড়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের হওয়ার খবর পাওয়া যায়নি। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের রকেট হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এরপর গাজায় হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আল-আকসা মসজিদে ইসরায়েলের অভিযানের পর বৃহস্পতিবার লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছিল।

গাজার অন্তত পাঁচটি স্থানকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এগুলো হলো- উত্তর গাজার বেইত হেনোন কৃষি জমি, গাজা শহরের দক্ষিণে দুটি এলাকা, গাজা শহরের কাছে আল-জাইতুন এলাকার পূর্বদিকের কৃষিজমি ও দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বদিকের একটি এলাকা।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফিলিস্তিনের একটি নিরাপত্তা সূত্র ইঙ্গিত দিয়েছে যে হামাসের প্রশিক্ষণ কেন্দ্রে হামলা করা হয়েছে।

টুইটারে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বলেছে, দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে।