মেঘনায় ১৩টি অবৈধ বাল্কহেড জব্দ


chandpurnews24 প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৩, ৬:২৭ পূর্বাহ্ন /
মেঘনায় ১৩টি অবৈধ বাল্কহেড জব্দ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৩টি বালুবাহী অবৈধ বাল্কহেড জব্দ করেছে নৌ পুলিশ। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেঘনা মোহনায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২১টি বাল্কহেড জব্দ করা হয়।

এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ১৩টি বাল্কহেড জব্দ এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এই বিষয়ে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান বলেন, নৌ দুর্ঘটনা প্রতিরোধে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল ২১টি বাল্কহেড জব্দ করে। এ রমধ্যে ৮টির কাগজপত্র সঠিক থাকায় ছেড়ে দেয়া হয়। বাকীগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।