চাঁদপুরে মেঘনা নদীর পানি দূষণে ভেসে উঠেছে দেশীয় মাছ


chandpurnews24 প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৩, ৮:৫৬ পূর্বাহ্ন /
চাঁদপুরে মেঘনা নদীর পানি দূষণে ভেসে উঠেছে দেশীয় মাছ

চাঁদপুরের মেঘনা নদীতে হঠাৎ করেই ভেসে উঠেছে মাছ। স্থানীয়দের অভিযোগ, উজানে কল-কারখানার বর্জ্য অবাধে ফেলায় দূষিত হচ্ছে নদী। যার ফলেই এমন পরিণতি।

সম্প্রতি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ভেসে উঠে বিভিন্ন প্রজাতির মাছ। দুর্গন্ধ আর দূষণ ছড়িয়ে পড়ে আশপাশের জনপদে। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে উপজেলা মৎস্য বিভাগ। এরপরই নদীর পানি পরীক্ষা করা হয়। জানানো হয়, পানিতে আশঙ্কাজনক হারে অ্যামোনিয়ার উপস্থিতি পাওয়া গেছে। কমেছে অক্সিজেনের মাত্রা।