মা ইলিশ রক্ষার নৌপুলিশের অভিযান অব্যাহত


chandpurnews24 প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৩, ৬:১১ অপরাহ্ন /
মা ইলিশ রক্ষার নৌপুলিশের অভিযান অব্যাহত

স্টাফ রিপোর্টার : প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার অভিযানে চাঁদপুরে আরও ১ কোটি মিটার কারেন্ট জালসহ ৪২ জনকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। এ নিয়ে এক মাসে ৬ কোটি মিটার কারেন্ট জালসহ ৬০০ জেলেকে আটক করা হয়েছে।মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা-মেঘনায় পাঁচটি স্পিডবোটে ছয়টি ইউনিটে অর্ধশতাধিক পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করা হয়। নৌপুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান।

কামরুজ্জামান জানান, মঙ্গলবার নৌপুলিশের অভিযানে ৪২ জেলেসহ ১ কোটি মিটার কারেন্ট জাল, ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এ ছাড়া চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে একটি অস্থায়ী মৎস্য আড়ত উচ্ছেদ করা হয়েছে। মৎস্য আইনে ৯টি মামলা করা হয়েছে।

তিনি জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনায় মার্চ-এপ্রিল জুড়ে নৌপুলিশ অভিযান পরিচালনা করছে। অভিযানে নৌ সীমানার বিভিন্ন স্থান থেকে এক মাসে ৬০০ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৬ কোটি মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ৮০টি মামলায় ৩০টির মতো মোবাইল কোর্ট পরিচালনা করে জেলেদের বিভিন্ন মেয়াদে সাজাও প্রদান করা হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও নৌপুলিশের ইনচার্জ কামরুজ্জামান।