চাঁদপুর কর আইনজীবী সমিতির ইফতার


chandpurnews24 প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৩, ৬:৪৫ পূর্বাহ্ন /
চাঁদপুর কর আইনজীবী সমিতির ইফতার

স্টাফ রিপোর্টার : চাঁদপুর কর আইনজীবী সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২ এপ্রিল শহরের গুণরাজদী আল-আমিন এতিমখানা কমপ্লেক্সে এ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল কুমিল্লার সার্কেল ১৮ ও ১৯ দায়িত্বরত উপ-কর কমিশনার সৈয়দ কালিমুল্লাহ।

চাঁদপুর কর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল্লা আল ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ও কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।

চাঁদপুর কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডঃ আমির উদ্দিন ভূঁইয়া মন্টুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর কর অঞ্চল ১৮ ও ১৯ সাকের্লের কর পরিদর্শক কামরুজ্জামান, মনিরুল ইসলাম, চাঁদপুর কর আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান, অডিটর সম্পাদক অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম, সদস্য রাকিবুল হাসান রুম্মান, অ্যাডঃ আরিফ রাব্বানী, অ্যাডঃ সাইফুল ইসলাম ফয়সাল, মাহমুদুল হাসান মামুন, আয়কর উপদেষ্টা অ্যাডঃ মহিউদ্দিন সরকার, আয়কর উপদেষ্টা জাহাঙ্গীর কবির, কামরুল হাসান শিকদার, মোঃ জাকির হোসেনসহ মাদ্রাসার ছাত্র ও মুসল্লিগণ।

অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক মাওলানা আবুল বাশার এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুর রহমান গাজী।