বলিউডের রাজনীতি নিয়ে মুখ খুললেন শেখর সুমন


chandpurnews24 প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৩, ৯:২৯ পূর্বাহ্ন /
বলিউডের রাজনীতি নিয়ে মুখ খুললেন শেখর সুমন

বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রিতে রাজনীতির শিকার হওয়া বিষয়টি নতুন করে সামনে এসেছে। বেশ কিছু অভিনেতা সরব হয়েছেন বিষয়টিতে। কথা বলছেন প্রকাশ্যে। এবার মুখ খুললেন শেখর সুমন। জানালেন, ছেলে অধ্যয়নসহ শেখরকে বলিউড থেকে তাড়ানো হয়েছে।

এত দিন প্রথম সারির কোনো অভিনয়শিল্পী মুখ না খুললেও সম্প্রতি বলিউড রাজনীতি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি জানান কীভাবে রাজনীতির শিকার হয়ে তাকে কাজ হারাতে হয়েছিল। তাকে কোণঠাসা করার চেষ্টা চালিয়েছিল বলিউডের একাংশ।

এরই রেষ ধরে বলিপাড়ার রাজনীতি নিয়ে ভাইরাল হয় ঐশ্বরিয়া রায় বচ্চনের একটি সাক্ষাৎকারও। যেখানে তিনি স্পষ্ট জানান রাতারাতি একের পর এক সিনেমা হাতছাড়া হয়ে যায় তার বলিউডের নোংরা রাজনীতির কারণে।

এবার বলিউডের রাজনীতি নিয়ে সরব হলেন আরেক অভিনেতা শেখর সুমন। তার মতে, তাকে এবং তার ছেলে অধ্যয়নকে ইন্ডাস্ট্রি থেকে তাড়াতে যারা মুখ্য ছিল এমন ব্যক্তিদের সুমন ভালো করেই চেনেন।

সম্প্রতি শেখর একটি টুইট করে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি লেখেন প্রিয়ঙ্কার বক্তব্যে তিনি অবাক হননি। ইন্ডাস্ট্রি এভাবেই চলে। শেখর এবং তার পুত্র অধ্যয়নকে ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্যরা টার্গেট করেছিল।

টুইটারে শেখর লেখেন, ‘বলিউডে কিছু মানুষ আপনাকে দমন ও নিপীড়ন করবে যেমনটা তার সাথেও হয়েছে। তাদেরকে তিনি ক্যাবল হিসেবে আখ্যায়িত করেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে ক্যাবল যেভাবে কাজ করে তা সুপরিচিত। আপনি শেষ না হওয়া পর্যন্ত এটি আপনাকে নিপীড়ন, দমন ও তাড়না করবে।’

এখানে তিনি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের কথাও লিখেন। এটা অন্যদের ক্ষেত্রেও ঘটবে। প্রিয়াঙ্কার হলিউডে চলে যাওয়ার সিদ্ধান্তকেও সমর্থন করেছেন তিনি। শেখর লেখেন,  ‘হলিউডে দেশের প্রতিনিধিত্ব করে বিদেশে ভারতের গৌরব বাড়িয়েছেন প্রিয়াঙ্কা।’

পরবর্তীতে আরো একটি টুইটে শেখর লেখেন, ‘আমি ইন্ডাস্ট্রির অন্তত ৪ জনকে জানি যারা আমাকে এবং অধ্যয়নকে দলবদ্ধ হয়ে অনেক কাজ থেকে বাদ দিয়েছে। এই গ্যাংস্টারদের অনেক প্রভাব রয়েছে এবং তারা র‍্যাটলস্নেকের চেয়েও বেশি বিপজ্জনক। কিন্তু সত্য হলো তারা বাধা সৃষ্টি করতে পারে কিন্তু আমাদের থামাতে পারে না।’