২ মাদক কারবারীর ব্যাগে মিললো ৪ কেজি গাঁজা


chandpurnews24 প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৩, ১:১১ অপরাহ্ন /
২ মাদক কারবারীর ব্যাগে মিললো ৪ কেজি গাঁজা

চাঁদপুর প্রতিনিধিঃ
২ মাদক কারবারীর কাছে থাকা ২ ব্যাগে ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। রোববার দিনগত গভীর রাতে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কৈয়ারপুল এলাকায় অভিযান চালিয়ে উক্ত গাঁজা উদ্ধার করে। আটককৃতরা হলেন,জেলার মতলব দক্ষিন উপজেলার বহরী গ্রামের হান্নান সরকারের ছেলে মোঃ শেখ ফরিদ বাবু(৩৬) ও চাঁদপুর সদর উপজেলার আশিকাটি গ্রামের হালিম মালের বাড়ির লিয়াকত মালের ছেলে মোঃ জামশেদ আলম আলম মাল(৩০),

থানা পুলিশ জানায়, রোববার দিনগত গভীর রাত সোমবার (২৭ মার্চ) ভোর রাতে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কৈয়ারপুল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিএনজি স্কুটারে করে আসামী ফরিদ ও জামশেদ আলাদা ব্যাগে দুই কেজি করে মোট ৪ কেজি বহন করা কালে গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান,গ্রেফতারকৃত মাদককারবারীদ্বয়কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।