হাসপাতালের টয়লেটে নবজাতককে রেখে পালালেন মা!
chandpurnews24
প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৩, ১০:০১ পূর্বাহ্ন /
০
নীলফামারীর জলঢাকায় প্রসবের পর নবজাতককে হাসপাতালের টয়লেটে রেখে পালিয়েছেন মা। বর্তমানে নবজাতকটিকে হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) দুপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, পালিয়ে যাওয়া ওই নারীর নাম রুবিনা বেগম। তিনি উপজেলার কুঠিপাড়া এলাকার বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে আসেন ওই নারী। তবে ইমারজেন্সি রুমে কিছু না বলে টয়লেটে চলে যান তিনি। একটু পরে সেখানে বাচ্চা প্রসব হলে লোকজনের ভিড় হয়৷ একপর্যায়ে পালিয়ে যান তিনি। পরে হাসপাতালে সিনিয়র নার্স ও দায়িত্বরত চিকিৎসকরা শিশুটিকে উদ্ধার করেন। বর্তমানে শিশুটি বেঁচে থাকলেও শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেজবাহুর রহমান জানান, দুপুরে ওই মহিলা আসেন প্রসব ব্যথা নিয়ে। তবে তিনি হাসপাতালে ভর্তি না হয়ে টয়লেটে চলে যান। সেখানে প্রসবের পর বাচ্চা রেখে পালান।
হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসান মো. রেজাউনুল কবীর বলেন, ‘ওই মহিলার নাম রুবিনা বেগম বলে জানতে পেরেছি। ঠিকানা জলঢাকা কুঠি পাড়া দিলেও সেটা ভুয়া ছিল। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।’
Post Views: 9
আপনার মতামত লিখুন :