মতলব দক্ষিণে যক্ষ্মা দিবস পালিত


chandpurnews24 প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৩, ৯:০৯ পূর্বাহ্ন /
মতলব দক্ষিণে যক্ষ্মা দিবস পালিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। ২৩ মার্চ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র্্যালী বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে সমাপ্ত হয়।

বিশ্ব যক্ষ্মা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘হ্যাঁ! আমরা যক্ষা নির্মূল করতে পারি”। পরে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ মোঃ মহিবুল্লার সভাপতিত্বে ও ব্র্যাকের প্রোগ্রাম অফিসার মোঃ রেজাউল কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বনিক, যক্ষ্মা রোগ নিয়ন্ত্রক ডাঃ বোরহান উদ্দিন, মেডিকেল অফিসার ( জুনিয়র কনসালটেন্ট সার্জারী) ডাঃ নুরে আলম মজুমদার, মেডিকেল অফিসার ডাঃ মোশাররফ হোসেন হিমেল, মতলব দক্ষিণ থানার এসআই রুহুল আমিন, টিএলসিএ আব্দুল মালেক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিকসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ।