স্টাফ রিপোর্টার
চাঁদপুর মতলব দক্ষিন উপজেলার অজ্ঞাত হত্যা মামলার আসামী আটক করলো চাঁদপুর পিবিআই। গত ২৮ ফেব্রূয়ারী মতলব দক্ষিন উপজেলার নাগদা গ্রামে মতলব-গৌরিপুর সড়কের পাশে অজ্ঞাত লাশের পরিচয় ও হত্যাকারীকে আটক করে চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ২৩ মার্চ কুমিল্লা দ্বেবিদ্বার পৌর এলাকা থেকে খুনের ঘটনায় জরিত আসামী নুর নবীকে আটক করে। খুনের ঘটনায় চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মীর মাহাবুব বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করে। এবিষয় ২৪ মার্চ শুক্রবার বিকাল ৪ টায় চাঁদপুর প্রিভিয়া কার্যালয় পিবিআই পুলিস সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ সাংবাদিকদের এ ঘটনার বিবরণ ও আটক আসামি সম্পর্কে জানান।
তিনি জানান অজ্ঞাত পরিচয়ের খুন হওয়া দেলোয়ার হোসেন প্রধানিয়া মিলন একজন ট্রাক ড্রাইভার ছিলেন। নিহত মিলনও তাদের সাথে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত ছিল। চট্টগ্রামে একটি মামলা প্রত্যাহারের জন্য টাকা লেনদেন বিষয়ে মিলনকে খুন করা হয় । চাঁদপুর পিবিআই আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে মিলনের পরিচয় সনাক্ত করে ও একজন আসামী আটক করে।
নিহত মিলনের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানার চর মটুয়া গ্রামে।
খুনের ঘটনায় আটক হওয়া আসামী নূর নবীর বাড়ি একই জেলার হাতিয়া থানার পশ্চিম বড় দেইল গ্রামে। জানা যায় আটক নুর নবী একজন চিহ্নিত খুনি ডাকাতি, চুরিসহ বিভিন্ন মামলার আসামি। তার নামে বর্তমান মামলা ছাড়াও চাঁদপুর শাহরাস্তি থানা সহ বিভিন্ন জেলায় আরো ১৩ টি মামলা রয়েছে। এই ঘটনায় আরো পাঁচ থেকে ছয় জন আসামি রয়েছে বলে জানান পিবিআই পুলিশ সুপার। তাদেরকেও আটক হবে বলে জানান এ কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :