চাঁদপুর সরকারি শিশু পরিবার পুকুরের ধৃত মাছ বিক্রি ও এতিম শিশুদের খাবারের জন্য প্রদান


chandpurnews24 প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৩, ১২:৫৫ অপরাহ্ন /
চাঁদপুর সরকারি শিশু পরিবার পুকুরের ধৃত মাছ বিক্রি ও এতিম শিশুদের খাবারের জন্য প্রদান

স্টাফ রিপোর্টার।। চাঁদপুর সরকারি শিশু পরিবার পুকুরের ধৃত মাছ বিক্রি ও এতিম শিশুদের খাবারের জন্য প্রদান করা হয়েছে।
ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক অদ্য ২৪ মার্চ শুক্রবার পূর্বাহ্নে সরকারি শিশু পরিবার, বাবুরহাট চাঁদপুর এর পূর্ব দিকের ০১ টি পুকু‌রের মাছ ধরা হয়।

অ‌তি‌রিক্ত জেলা ম্যা‌জি‌স্ট্রেট এএসএম মোসা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপরিচালক রজত শুভ্র সরকার, সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান, সরকারি শিশু পরিবার, চাঁদপুরের তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আলপনা চাকমা, সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, সহকারী মৎস্য সম্প্রসারণ অ‌ফিসার, চাঁদপুর প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

ধৃত মাছের মধ্যে উল্লেখযোগ্য ছিল পাঙ্গাশ, কাতল, রুই, মৃগেল, মিরর কার্প, তেলাপিয়া, সরপুটি, বিগহেড, চাপিলা ও মলা।
সবার উপস্থিতিতে শর্তানুযায়ী ধৃত বড় মাছের এক পঞ্চমাংশ এবং গুড়া মাছের এক তৃতীয়াংশ জেলেদের পারিশ্রমিক বাবদ দেয়া হয়।

অবশিষ্ট বড়, ছোট ও গুড়া মাছ তাৎক্ষণিকভাবে উপস্থিত জনসাধারণের নিকট মাছ ধরা কমিটি কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রি করে ২৯,২৭৭ টাকা পাওয়া যায়। এ টাকা বিধি অনুযায়ী জেলা প্রশাসক এবং সরকারি শিশু পরিবার তত্ত্বাবধায়ক যৌথ স্বাক্ষরে পরিচালিত শিশুদের কল্যাণ ফান্ডে জমা রাখা হবে।

২৩,৯৭৫ টাকা মূল্যের ৫২ কেজি বড় এবং ৩৫ কেজি ছোট মাছ এতিম শিশুদের খাবার জন্য দেয়া হয়।