সামান্য বৃষ্টিতেই পুরাণবাজার পৌর রাস্তার বেহাল দশা


chandpurnews24 প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৩, ২:৪১ অপরাহ্ন /
সামান্য বৃষ্টিতেই পুরাণবাজার পৌর রাস্তার বেহাল দশা

মিজানুর রহমান।।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চাঁদপুর পৌরসভার প্রাচীন এলাকা পুরাণবাজারের সবগুলো রাস্তারই বর্তমানে বেহাল দশা। সামান্য একটু বৃষ্টি হলেই এসব খানাখন্দক আর কাদা পানিতে ভরপুর থাকে রাস্তা। তখন মানুষের দুভোর্গের সীমা থাকেনা। ভাঙ্গা রাস্তায় চলাচলে খুবই কষ্ট হয় বলে অভিযোগ পৌরবাসীর।
জানা গেছে, প্রতিদিন পৌরসভার রাস্তা দিয়ে প্রায় শত শত ব্যাটারিচালিত ইজিবাইক, রিক্সা, ট্রাক, পিকআপ, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। কিন্তু পৌরসভার অধিকাংশ রাস্তা ভাঙা থাকায় এসব রাস্তায় বিভিন্ন যানবাহন চলাচল করতে মানুষের খুবই ভোগান্তিতে পড়তে হয়।

অভিযোগ আছে, প্রতিবছরই পৌরসভার পক্ষ থেকে কয়েকটি রাস্তা দায়সারা সংস্কার করা হয়। কিন্তু সংস্কারের কয়েক মাস যেতে না যেতেই রাস্তাগুলো পুরনো রূপ ফিরে পায়। প্রায় প্রতিদিনই খনাখন্দের রাস্তায় যানবাহন চলাচলে ছোটখাটো দুর্ঘটনা ঘটে। বিকল হয় যানবাহনের যন্ত্রাংশ।

সরেজমিনে দেখা গেছে, পুরাণবাজারের
নিতাইগঞ্জ, পলাশের মোড়, রয়েজ রোড, ম্যারকাটিজ রোড, বাকালী পট্টি, রমনীমোহন রোড, নতুন রাস্তা, আমজাদ আলী সড়ক, জাফরাবাদ মাদরাসা রোড, পালপাড়া, মক্কা মিল, সোনা আখন্দ বাড়ি, আলম মোল্লা বাড়ি হতে দোকানঘর চৌরাস্তা মোড় সহ বিভিন্ন পাড়া মহল্লার সড়কেরই কঙ্কালসার অবস্থা। সড়কগুলো সংস্কার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী। তারা দ্রুত রাস্তার সংস্কার চায়। সবচেয় বেশি খারাপ রাস্তা লোহারপুল হতে দোকান ঘর পর্যন্ত।
এছাড়া রিফিউজি কলোনি ও অটো স্ট্যান্ড সংলগ্ন ডাস্টবিন রাস্তা ভেঙ্গে সেখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। পানি জমে থাকায় স্থানিয় সুইপারদের ময়লা আর্বজনা অপসারণ কাজ ব্যাহত হচ্ছে বলে জানান কয়েকজন সুইপার।
এদিকে রাস্তাগুলো দ্রুত সংস্কার করা হবে বলে জানিয়েছেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি সম্প্রতি পুরাণবাজারের দুটি স্কুলের ক্রীড়া অনুষ্ঠানে সহসায় পুরাণবাজারের রাস্তা সমস্যা নিরসন করা হবে বলে জানান।