সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ গায়ের জোর দেখানোর জায়গা নয়


chandpurnews24 প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ন /
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ গায়ের জোর দেখানোর জায়গা নয়

জেড আই খান পান্না:  আমি বলব, আমাদের সব অর্জন বিসর্জন হলো। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ এমন একটি স্থান, যেখানে গণতন্ত্রের চর্চা হয়ে আসছে, সংবিধান ও মানবাধিকার রক্ষার জন্য আন্দোলন হয়েছে। আইনজীবীদের মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল, এই ঘটনায় তাও নষ্ট হয়ে গেল। আইনের শাসন প্রতিষ্ঠা,সংবিধানকে সমুন্নত রাখার কথা তো আইনজীবীরাই বলতেন। তারা মানবাধিকার রক্ষার কথা বলতেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথাও আইনজীবীরা বলতেন। সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরুর আইনজীবীদের নেতৃত্বে থাকা পর্যন্ত একটা ধারা ছিল। তাঁর মৃত্যুর পর পারস্পরিক শ্রদ্ধাবোধ আর দেখা যায় না।