রমজানের আগেই দ্রব্যমূল্যের বাজারে আগুন ধরে গেছে বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেছেন, রমজানের আগে জিনিসপত্রের দাম আরও বাড়বে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ উদ্বিগ্ন। পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগ নেই। কারণ দাম বাড়ার সিন্ডিকেটের লোকজন সরকারের। বাজারে গেলে মনে হয়, দেশে কোনো সরকার নেই।
শনিবার (১৮ মার্চ) রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এ মন্তব্য করেন। ‘আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে’ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।
সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, রোজার আগে প্রতিদিন নিত্যপণের দাম বাড়ছে। আমরা জানি রোজার মধ্যে দাম আরও বাড়বে। কিন্তু সরকার এই ব্যাপারে কোনো কর্ণপাত করবে না। তাদের কিছু করার ক্ষমতা নেই। যারা দাম নিয়ন্ত্রণ করে, সেই সিন্ডিকেটের ভূত আছে। এই সরকার নিজেই একটা সিন্ডিকেট। জনগণের পকেট কাটার জন্য নিজেদের বন্ধু, স্বজনদের দিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছে। তাদের কাজ হচ্ছে জনগণের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে যাওয়া।
আপনার মতামত লিখুন :