‘অন্ধকারের পরেই আসে অবারিত আলো’ শিখিয়েছে ‘পুরুষ’


chandpurnews24 প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ন /
‘অন্ধকারের পরেই আসে অবারিত আলো’ শিখিয়েছে ‘পুরুষ’

সায়লা ফারজানা। জন্ম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামে। বিসিএস ১৭ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে চট্টগ্রামে সহকারী কমিশনার পদে কর্মজীবন শুরু করেন তিনি। পরে একাধিক জেলায় মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগে যুগ্মসচিব হিসেবে কর্মরত।

এছাড়া সিভিল সার্ভিসে কর্মরত নারীদের সংগঠন ‘বিসিএস উইমেন নেটওয়ার্ক’-এর মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি ঢাকা পোস্টের মুখোমুখি হয়ে জানিয়েছেন প্রশাসনে নারীদের বর্তমান অবস্থান, তাদের সফলতা ও প্রতিবন্ধকতার নানা অধ্যায়। সাক্ষাৎকারটি নিয়েছেন ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মুছা মল্লিক।

ঢাকা পোস্ট : আমরা নারীদের সমান অধিকারের কথা বলছি। সব জায়গায় সমান অধিকারের বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে কি না?

সায়লা ফারজানা : যে ঘটনার পরিপ্রেক্ষিতে নারী দিবস এলো, সেই বিষয়টি মাথায় রাখতে হবে। নারী শ্রমিকরা এক সময় বৈষম্যের শিকার ছিলেন। তাদের আন্দোলনের ফল হচ্ছে আজকের নারী দিবস। সেই শ্রমিক থেকে শুরু করে আজকের বিশ্বে যেখানেই কর্মজীবী নারীরা রয়েছেন, তাদের প্রতি বৈষম্য দূর করাই নারী দিবসের মূল্য উদ্দেশ্য। নারীদের প্রতি বৈষম্যে কথা চিন্তা করেই দিনটির উদযাপন।