হামাসের হামলায় ইসরাইলে নিহত বেড়ে ৫০০


chandpurnews24 প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৩, ৬:৫৬ অপরাহ্ন /
হামাসের হামলায় ইসরাইলে নিহত বেড়ে ৫০০

ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা ও সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরাইলে ৫০০ জন নিহত ও ২ হাজারের বেশি আহত হয়েছেন।

রোববার (৮ অক্টোবর) ইসরাইলি গণমাধ্যমের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আল আকসা মসজিদে হামলা এবং অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে শনিবার (৭ অক্টোবর) ভোরে ইসরাইলের বিভিন্ন এলাকায় রকেট হামলা শুরু করে হামাস। মাত্র ২০ মিনিটে ৫ হাজারের বেশি রকেট ছোড়ে হামাস। গোষ্ঠীটি এই অভিযানের নাম দিয়েছেন ‘অপারেশেন আল-আকসা স্টর্ম’।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের হামলায় প্রথমে ২৬ সেনা নিহতের তথ্য জানিয়েছিল ইসরাইলি সেনাবাহিনী। তবে রোববার ইসরাইল সরকারের একটি সূত্র জানিয়েছে, হামলায় তাদের ৪৪ সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তারা পুলিশ, সীমান্তরক্ষী এবং সন্ত্রাসবিরোধী বাহিনী ইয়ামামের সদস্য ছিলেন।

দ্য ডেইলি জেরুজালেম পোস্ট এক প্রতিবেনে জানিয়েছে,  হামাসের হামলা শুরু হওয়ার পর কমপক্ষে ৭৫০ ইসরাইলি নিখোঁজ রয়েছে।
 
এদিকে ইসরাইলি বাহিনীর পাল্টা হামলায় গাজায় ৩১৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ২ হাজার।
 
ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি হামলায় দক্ষিণে রাফাহ থেকে উত্তরে বেইট হানুন এলাকা পর্যন্ত বেশ কয়েকটি শহরে বাড়িঘর ভেঙে গেছে।
গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে ২০ শিশু রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় নিহতদের মধ্যে ২০ শিশু এবং কমপক্ষে আরও ১২০ জন নাবালক আহত হয়েছে।
অন্যদিকে  ২৪ ঘণ্টার মধ্যে গাজার বাসিন্দাদের ঘর ছাড়তে বলেছে ইসরাইল। ইসরাইলি আর্মির মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, গাজা সীমান্তের কাছে যারা বসবাস করেন তারা যেন ২৪ ঘণ্টার মধ্যে ঘরবাড়ি ছেড়ে দেন। আমরা সব সন্ত্রাসীকে শেষ করার জন্য প্রত্যেক শহরে যাব।