স্ত্রীর মারধর থেকে বাঁচতে ৯৯৯ এ কল র‍্যাবের সাবেক কর্মকর্তার!


chandpurnews24 প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ন /
স্ত্রীর মারধর থেকে বাঁচতে ৯৯৯ এ কল র‍্যাবের সাবেক  কর্মকর্তার!

স্ত্রীর বেদম মারধর আর অমানুষিক নির্যাতনে গৃহবন্দি হয়ে থাকতেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক র‌্যাব কর্মকর্তা। তবে জাতীয় জরুরি সেবা ‘ত্রিপল নাইনে’ কল পেয়ে নির্যাতিত ওই পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বরিশালে।

এতদিন লোক লজ্জায় কিছু না বললেও এবার সন্তানরাও বিচার চাইছেন। বর্ণনা করেছেন বাবার প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনা।

স্ত্রীর নির্যাতন থেকে বাঁচতে ত্রিপল নাইনে কল করে সহায়তা চেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এই র‍্যাব কর্মকর্তা। পরে থানা পুলিশ গিয়ে উদ্ধার করে তাকে। ঘটনাটি বরিশাল নগরীর নতুল্লাবাদ এলাকার লুৎফর রহমান সড়কে।

ভুক্তভোগী র‍্যাবের সাবেক ডিএডি অফিসার খলিলুর রহমান জানান, সংসারের কলহ ও তার সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে স্ত্রী হোসনে আরা বিভিন্ন সময় তাকে অমানুষিক শারীরিক নির্যাতন করে আসছে। সবশেষ গত ২ দিন ধরে একটি রুমে তালাবদ্ধ করে বাবার বাড়ি চলে যান তার স্ত্রী। পরে উপায়ন্তর না পেয়ে মঙ্গলবার দুপুরে ৯৯৯ এ কল করে সহায়তা চান তিনি।

কয়েক বছর ধরেই নির্যাতনের শিকার হলেও লোক লজ্জায় কাউকে মুখ খোলেননি বলে জানান সন্তানরা। 

বাবার প্রতি নিষ্ঠুরতায় মায়ের বিরুদ্ধে বিচার দাবি তিন সন্তানের। আশপাশের ভবনের মানুষও জানে স্বামী পেটানোর ঘটনা।
 
খলিলুর রহমানের সন্তানরা আরও জানান, চাকরি থেকে অবসর গ্রহণের পর তাদের বাবা সুস্থ ছিলেন। কিন্তু মায়ের নির্যাতনে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। এখন সারাদিন বিছানায় কাটে তার। এরপরও নির্যাতন করেন তাদের মা। পেনশন, মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে বাড়ি ভাড়া সবই নেন তিনি। এরপরও সবকিছু মায়ের নামে লিখে না দেয়ায় এমন অমানবিক নির্যাতন করা হয় বাবাকে।

পুলিশ আর গণমাধ্যমকর্মীদের দেখে হন্তদন্ত হয়ে এসে নিজেকে নির্দোষ দাবি করেন স্বামী পেটানোয় অভিযুক্ত হোসনে আরা বেগম।

তিনি জানান, স্বামী ও সন্তানরা তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন। তিনি কখনও তার স্বামীকে নির্যাতন করেননি।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিমান বন্দর থানা পুলিশের সাব-ইন্সপেক্টর নুরুজ্জামান কবির বলেন ,  জরুরি হেল্প লাইনে খবর পেয়ে খলিলুর রহমানকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তার স্ত্রী তাকে নির্যাতন করে। এরপরও লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান তালুকদার র‌্যাবে যোগদানের আগে বিজিবির সুবেদার ছিলেন। তাদের ২ মেয়ে ১ ছেলে। সবাই উচ্চ শিক্ষা শেষে চাকরি করছেন।