‘মর্দানি’, ‘ব্ল্যাক’ অথবা ‘হিচকি’—রানী মানেই ব্যতিক্রমী কোনো ছবি। পর্দায় তাঁকে দাপুটে সব নারী চরিত্রে দেখা যায়। আবারও এক সাহসী নারী চরিত্রে সবার মনে জায়গা করে নিলেন তিনি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে দেবিকার চরিত্রে দেখা গেল তুখোড় এই বলিউড অভিনেত্রীকে। গতকাল মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির আগে সম্প্রতি রানী এই ছবির প্রচারে জানিয়েছেন, ভারতীয় নারীদে সারা বিশ্বের সামনে সুন্দরভাবে তুলে ধরা অত্যন্ত জরুরি।
আপনার মতামত লিখুন :