বঙ্গোপসাগরের চট্টগ্রাম ভাটিয়ারি উপকূল থেকে ৯৯৯-এর ফোন পেয়ে ১২ জন চীনা নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। স্পিডবোট নিয়ে সাগরে নামার সময় লিফটের তার ছিঁড়ে তারা সাগরে ডুবে যান।
বুধবার (২৯ মার্চ) কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ অফিসার অপারেশন্স লে. কমান্ডার রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, চীনা পতাকাবাহী মাদার ভেসেল ‘ক্যাং হুয়ান-১’ থেকে ১২ জন চীনা নাবিক একটি স্পিডবোট নিয়ে সাগরে নামার সময় লিফটের তার ছিঁড়ে ওপর থেকে সাগরে পড়ে উল্টে যায়। এর মধ্যে দু-একজন নাবিক বেরিয়ে এলেও বাকি সবাই উল্টে যাওয়া বোটের ভেতর আটকে ছিলেন। আশপাশের কিছু বোট এগিয়ে এলেও উল্টানো স্পিডবোটের ভেতর থেকে নাবিকদের উদ্ধার করতে পারেনি।
আপনার মতামত লিখুন :