সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : র‍্যাব


chandpurnews24 প্রকাশের সময় : জুন ১৬, ২০২৩, ১:২৭ অপরাহ্ন /
সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : র‍্যাব

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ড নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শুক্রবার (১৬ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ও মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন বলেন, ‘সাংবাদিক হত্যাকাণ্ড খুবই দুঃখজনক। এ হত্যাকাণ্ডের ঘটনায় র‍্যাব ছায়া তদন্ত করছে। র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১৪ আসামিদের ধরতে কাজ শুরু করেছে। এ হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।’

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের জেলা ও একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি ছিলেন। গত বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলার শিকার হন নাদিম। এরপর তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে রাতেই তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু, সেখানে ওইদিন দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাংবাদিক নাদিম স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।