স্টাফ রিপোর্টার : বাংলা নববর্ষের দ্বিতীয়দিনে (পঞ্জিকা অনুযায়ী) পহেলা বৈশাখে ব্যাবসায়িক হালখাতা অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে। তারা এদিন গনপতি গনেশ ও গৌরনিত্যানন্দ মহাপ্রভুর মূর্তি পূজাসহ ব্যবসা প্রতিষ্ঠানে শুভ হালখাতা যাত্রা করেন এবং একে অপরের সাথে বছরব্যাপী সৌহার্দ্যপূর্ণভাব বজায রাখার লক্ষে কোলাকোলি ও মতবিনিময় করেন এবং মিষ্টিমুখসহ নতুন বছরের ব্যবসায়িক হিসেবের আয় ব্যায়সহ লেন-দেনের খাতার শুভ সূচনা করেন। ছবিতে চাঁদপুর জেলা শহরের প্রধান ব্যবসায়িক এলাকা পুরাণবাজার বাতাসাপট্টির শিমূল ট্রেডার্সে বাংলা নববর্ষের প্রথম দিন শুভ হালখাতা অনুষ্ঠানে চাঁদপুর চেম্বারের সাবেক পরিচালক শিমুল সাহা ও ব্যবসায়ী টিটু সাহাকে দেখা যাচ্ছে।
আপনার মতামত লিখুন :